রাজনীতি

এক দফা দাবি আদায়ে এলডিপির ৪ দিনের কর্মসূচি

এক দফা দাবি আদায়ের যুগপৎ আন্দোলনে চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

Advertisement

বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রেসিডিয়ামের বৈঠক শেষে এলডিপির প্রেসিডেন্ট অলি আহমদ চার দিনের এ কর্মসূচি ঘোষণা করেন।

অলি আহমদ বলেন, আগামী ২২, ২৫, ২৭ সেপ্টেম্বর এবং ২ অক্টোবর বিকেল ৩টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে এলডিপি।

আরও পড়ুন>> টানা ১৫ দিনের কর্মসূচি দিলো বিএনপি

Advertisement

এলডিপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বিরোধীদলের নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা প্রত্যাহার ও ফরমায়েশি সাজা বাতিল এবং বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে এক দফা দাবি আদায়ে এ কর্মসূচি পালন করবে এলডিপি।

কেএইচ/ইএ/জিকেএস