খেলাধুলা

কোহলির সাথে লড়াইটা মিস করছেন রুবেল

অস্ট্রেলিয়া থেকে ভারত। পেরিয়ে গেছে প্রায় একটি বছর। সময়ের মত ভাগ্যের চাকাটাও পাল্টে গেছে বাংলাদেশের পেসার রুবেল হোসেনের। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বিরাট কোহলিকে আউট করার পর রুবেলের সেই উল্লাস এখনো শিহরণ জাগায় বাঙ্গালিদের; কিন্তু এবারের বিশ্বকাপে নেই রুবেল। চোট কেড়ে নিয়েছে তার বিশ্বকাপ স্বপ্নকে। নিজের বাগেরহাটের বাড়িতেই বর্তমানে অবস্থান করছেন রুবেল হোসেন। বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটি টিভিতে বসেই দেখেছেন। ম্যাচের সময় দেয়া এক সাক্ষাৎকারে ভাঙ্গা মন নিয়ে রুবেল বললেন, ‘কার আর নিজের টিমের খেলা টিভিতে দেখতে আলো লাগে? কিন্তু কী করা যাবে, চোটের উপর তো কারোর হাত নেই, এটাই জীবন।’ অস্ট্রেলিয়ার মাটিতে কোহলির উইকেটের উল্লাসটা বেশ ভালোই মনে আছে রুবেলের। হয়তো এবারের বিশ্বকাপে থাকলেও ভারতের বিপক্ষে কোহলিকে আউট করে উল্লাস করতেন তিনি। আক্ষেপ করে বলেন, ‘বিরাটের সঙ্গে লড়াইতা খুব মিস করবো। আসলে ওর সঙ্গে আমার লড়াইটা অনেক পুরোনো, আন্ডার নাইন্টি থেকে।’মাঠে দুজনের মধ্যে যতই ঝগড়া থাকুক মাঠের বাইরে কিন্তু তারা ভালো বন্ধুও। ‘মাঠের মধ্যে অনেকবার ঝগড়া হয়েছে। সবই কিন্তু মাঠের মধ্যে। মাঠের বাইরে আমাদের সম্পর্ক অনেক ভালো।’ বিসিবির কেন্দ্রীয় চুক্তির বাইরে চলে যাওয়ার পাশাপাশি ঠিক মত রিহ্যাব না করারও অভিযোগ উঠেছিল রুবেলের বিরুদ্ধে। এখন পুরোপুরি সুস্থ তিনি। তাসকিন এবং সানির অবর্তমানে দলে তার অন্তর্ভুক্তিও এখন অনেকের কাছে প্রয়োজনীয় হয়ে উঠেছে। রুবেল বলেন, ‘এখন আমি পুরো সুস্থ। কিন্তু যা হয়নি তা নিয়ে ভেবে আর লাভ নেই। আমাদের টিম জিতলেই আমি খুশি। এখনো দুটো ম্যাচ আছে, সেই দুটো ম্যাচের জন্য এখান থেকেই গলা ফাটাব।’ তাসকিন এবং সানির বোলিং একশন নিয়ে আইসিসির সিদ্ধান্ত নিয়েও কথা বলেন এই ডান হাতি পেসার। তাসকিনের বোলিং প্রসঙ্গে তিনি বলেন, ‘তাসকিনের বোলিং একশন যে কী সেটা আমরা জানি; কিন্তু আইসিসির সিদ্ধান্ত নিয়ে কথা বলতে পারি না। যা চেষ্টা নিশ্চয়ই বিসিবি করবে।’ আরআর/আইএইচএস/আরআইপি

Advertisement