শিক্ষা

দুর্নীতি ঠেকাতে দিনব্যাপী কর্মশালা করবে শিক্ষা মন্ত্রণালয়

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ ও প্রধান শিক্ষক নিয়োগে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ ওঠে প্রায়ই। গভর্নিং বডির সদস্যদের প্রভাব খাটানো এবং স্থানীয় রাজনৈতিক নেতারাও জড়িয়ে পড়েন এসব অনিয়ম-দুর্নীতিতে। তদন্তে অনেক অভিযোগের প্রমাণও পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ নিয়েও অনেক সময় বিব্রতকর পরিস্থিতিতে পড়ে শিক্ষা সংশ্লিষ্ট দপ্তরগুলো।

Advertisement

শিক্ষা মন্ত্রণালয় মনে করে, অনিয়ম-দুর্নীতির মাধ্যমে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফলে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীদের ওপর তার প্রভাব পড়ে।

বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক নিয়োগে ‘অনিয়ম দূরীকরণ এবং মানসম্মত প্রতিষ্ঠান প্রধান নিয়োগে করণীয়’ নির্ধারণে কর্মশালার আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক শাখা থেকে ৬০ জন কর্মকর্তাকে মনোনয়নও দেওয়া হয়েছে। তালিকায় রয়েছেন ছয়জন অতিরিক্ত সচিব, এনটিআরসিএ চেয়ারম্যান, ব্যানবেইস, নায়েম, মাতৃভাষা ইনস্টিটিউট, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদরাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, এনসিটিবি চেয়ারম্যান, বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান ও কর্মকর্তা এবং বিভিন্ন স্কুল-কলেজের প্রধান শিক্ষক-অধ্যক্ষ এবং শিক্ষা কর্মকর্তারা।

Advertisement

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মিজানুর রহমানের সই করা চিঠি ও মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়।

এতে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক নিয়োগে অনিয়ম দূরীকরণ এবং মানসম্মত প্রতিষ্ঠান প্রধান নিয়োগের বিষয়ে করণীয় নির্ধারণ সংক্রান্ত একটি কর্মশালা আগামী ২ অক্টোবর দিনব্যাপী (বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের হলরুমে অনুষ্ঠিত হবে।

কর্মশালায় প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এতে সভাপতিত্ব করবেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোলেমান খান।

এএএইচ/এমএইচআর/এএসএম

Advertisement