দেশজুড়ে

ফ্যানে ঝুলছিল ছাত্রলীগ নেতার স্ত্রীর মরদেহ

মাদারীপুরের কালকিনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন আহম্মেদের স্ত্রী তনিমা চৌধুরী চৈতীর (২২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় কালকিনি উপজেলার দক্ষিণ রাজদী এলাকার ছাত্রলীগ নেতার বাড়িতে এই ঘটনা ঘটে। তনিমা চৌধুরী চৈতী ডাসার উপজেলার পূর্ব মাইজপাড়া গ্রামের সেলিম চৌধুরীর মেয়ে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কালকিনির দক্ষিণ রাজদী গ্রামের আবুল ফকিরের ছেলে শাহীন আহম্মেদের সঙ্গে বিয়ে হয় চৈতীর। বিয়ের পর যৌতুকের জন্য তাকে চাপ দিতে থাকে শাহীন ও তার পরিবারের লোকজন। সম্প্রতি বাবার কাছ থেকে কয়েক লাখ টাকা নিয়ে শাহীনকে দেন চৈতী। এরপরও যৌতুক দাবি করেন শাহীন ও তার পরিবারের লোকজন। পরে যৌতুক দিতে অস্বীকৃতি জানালে মঙ্গলবার চৈতীকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে মরদেহ ঘরের ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: কবর দেওয়ার ২৮ বছর পরও ‘অক্ষত’ মরদেহ

Advertisement

চৈতীর মামা অ্যাডভোকেট মো. সেলিম বলেন, আমার ভাগ্নি চৈতীকে যৌতুকের জন্য হত্যা করা হয়েছে। এই ঘটনার বিচার চাই। শাহীনের উপযুক্ত শাস্তি চাই।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা এ ব্যাপারে কথা বলতে রাজি নন। তবে তার মা শাহিনুর বেগম সব অভিযোগ অস্বীকার করে বলেন, আমার ছেলের বউ আত্মহত্যা করেছে।

মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক বলেন, কালকিনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহিন ফকিরের স্ত্রী মারা যাওয়ার কথা শুনেছি। কিন্তু শাহিনের স্ত্রীর পরিবার থেকে কেউ কিছু বলেনি। তবে শাহিন যদি অপরাধ করে থাকে, তাহলে ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

আয়শা সিদ্দিকা আকাশী/জেএস/জেআইএম