প্রথমবারের মতো পাসপোর্ট ভেরিফিকেশন ম্যাসেজিং অ্যান্ড ট্র্যাকিং সিস্টেম পোর্টাল চালু করলো রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। ই-পাসপোর্ট ভেরিফিকেশনের কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে এ পোর্টাল চালু করা হয়েছে।
Advertisement
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) আরএমপি সদর দপ্তরে পোর্টালটি চালু করেন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।
পোর্টালটির মাধ্যমে আবেদনকারী মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে তার পাসপোর্ট আবেদনের তদন্তের হালনাগাদ অবস্থা জানতে পারবেন। পাশাপাশি সেবাটি আবেদনকারী এবং তদন্তকারী অফিসারের মধ্যে সংযোগ তৈরি করবে। ফলে আবেদনকারী তার আবেদনের তদন্তের অগ্রগতি সহজে জানতে পারবেন।
গত ২০ জুলাই আরএমপির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ভিআর ম্যানেজমেন্ট সফটওয়্যার এবং উইটনেস ম্যানেজমেন্ট সফটওয়্যারের উদ্ধোধন করেন। এরই অংশ হিসেবে আজ থেকে ই-পাসপোর্ট ভেরিফিকেশন ম্যাসেজিং অ্যান্ড ট্র্যাকিং সিস্টেম সেবাটি চালু করা হলো।
Advertisement
উইটনেস ম্যানেজমেন্ট সফটওয়্যারটি খুব শিগগির চালু করা হবে বলে জানানো হয়েছে। সফটওয়্যার দুটি তৈরি করেন আরএমপির ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) আব্দুল আলীম সরকার।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) বিজয় বসাক, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম প্রমুখ।
সাখাওয়াত হোসেন/এসআর/এএসএম
Advertisement