দেশজুড়ে

আদালত প্রাঙ্গণে ধ্বংস করা হলো আড়াই কোটি টাকার মাদক

বান্দরবানে বিভিন্ন মামলায় জব্দকৃত প্রায় আড়াই কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছেন আদালত।

Advertisement

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে বান্দরবান সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. নুরুল হক উপস্থিত থেকে এ মাদক দ্রব্য ধ্বংস করেন।

আদালত সূত্রে জানা যায়, বিভিন্ন মামলায় জব্দকৃত ৮১ হাজার ৪৪০ পিস নিষিদ্ধ মাদক ইয়াবা যার আনুমানিক মূল্য দুই কোটি ৪৪ লাখ ৩২ হাজার টাকা, ৪৫০ কাটুন বিদেশি সিগারেট যার আনুমানিক মূল্য ১৯ লাখ টাকা, ৯০ ক্যান বিয়ার যার আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা ও ১১ বোতল বিদেশি মদ যার আনুমানিক মূল্য ১৬ হাজার ৫০০ টাকা এবং ১২০ লিটার দেশীয় চোলাই মদ যার আনুমানিক মূল্য ৩৬ হাজার টাকাসহ মোট প্রায় ২ কোটি ৬৪ লাখ ৬৬ হাজার ৯০০ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

এ সময় কোর্ট পরিদর্শক এ কে ফজলুল হক, নাইক্ষ্যংছড়ি থানার তদন্তকারী কর্মকর্তা এসআই সৌরভ বড়ুয়া, আলীকদম থানার এসআই দেলোয়ার হোসেন, মালখানার ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই প্রিয়েল পালিত উপস্থিত ছিলেন।

Advertisement

নয়ন চক্রবর্তী/এফএ/এমএস