জাতীয়

ছাড়পত্র ছাড়া পণ্য বিক্রি: ইস্টার্ন প্লাসে দুই প্রতিষ্ঠানে জরিমানা

বিএসটিআইয়ের ছাড়পত্র না নিয়ে বিভিন্ন ব্রান্ডের শ্যাম্পু, নেইলপলিশ, হেয়ার অয়েল বিক্রয় এবং বাজারজাত করার বিষয়ে মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে শান্তিনগরের ইস্টার্ন প্লাসে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

সোমবার ওই শপিং সেন্টারে অভিযান পরিচালনা করে বিএসটিআই ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে সে তথ্য জানানো হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বিএসটিআই ছাড়পত্র গ্রহণ ব্যতীত বিভিন্ন ব্রান্ডের শ্যাম্পু, নেইলপলিশ, হেয়ার অয়েল বিক্রয় এবং বাজারজাত করার বিষয়ে মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে বিএসটিআই আইনে জা-রা গ্যালারি এবং এইচ অ্যান্ড এম গ্যালারি নামের দুটি প্রতিষ্ঠানকে প্রতিটিতে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান হোসেনের নেতৃত্বে পরিচালিত হয়।

Advertisement

এনএইচ/এমআইএইচএস/এএসএম