দেশজুড়ে

নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

নেত্রকোনা-ময়মনসিংহ রেলপথে চল্লিশা এলাকায় ট্রেনে কাটা পড়ে হাবিবুর রহমান (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

Advertisement

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহগামী ২৬১ আপ ট্রেনটি সদর উপজেলার চল্লিশা রেলওয়ে স্টেশন ক্রস করার সময় এ ঘটনা ঘটে।

হাবিবুর রহমান চল্লিশা ইউনিয়নের লাইট গ্রামের মৃত আব্দুল লতিফ মাস্টারের ছেলে।

আরও পড়ুন: সাজেকে যান চলাচল স্বাভাবিক

Advertisement

নেত্রকোনা বড় স্টেশনের মাস্টার আব্দুল্লাহ আল মামুন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, রেললাইন পাড় হওয়ার সময় হাবিবুর রহমান নামের এক বৃদ্ধ ট্রেনে কাটা পড়েন। ঘটনাস্থলেই তিনি মারা যান। শ্যামগঞ্জ জিআরপি পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এইচ এম কামাল/জেএস/জিকেএস