বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট ৭৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩৪২ জন বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
Advertisement
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন ভর্তি হয়েছেন ৩৪২ রোগী। এর মধ্যে সবচেয়ে বেশি বরিশালে ১১০ জন, পটুয়াখালীতে ৯৯ জন, পিরোজপুরে ৫৪ জন, ভোলায় ৪৯ জন, বরগুনা ২৭ জন ও ঝালকাঠিতে ১২ জন।
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের গুলিতে আহত ২ পুলিশ
Advertisement
এছাড়া চলতি বছরের এখন পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ২০ হাজার ৩৫৭ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৯ হাজার ১৪০ জন। এখনো বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ১৩৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জাগো নিউজকে বলেন, মৃত দুজনই শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭৯ জন। এর মধ্যে বরিশালে ৫৪ জন, ভোলায় আটজন, বরগুনায় পাঁচজন ও পিরোজপুরে সাতজন ও পটুয়াখালীতে পাঁচজন।
শাওন খান/জেএস/জিকেএস
Advertisement