চট্টগ্রামে চেক প্রতারণায় তিন মামলায় সাজাপ্রাপ্ত মাহমুদুল হাসান (৫৬) নামে এক আসামিকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে চট্টগ্রামের পাঁচলাইশ থানা পুলিশ কুমিল্লার বুড়িচং থানার ভারেল্লা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
Advertisement
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) স্পিনা রাণী প্রামাণিক।
তিনি বলেন, মাহমুদুল হাসান পাঁচলাইশ থানার নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে বসবাস করেন। তিনি তার ব্যবসাপ্রতিষ্ঠানের নামে পূবালী ব্যাংক আগ্রাবাদ শাখা থেকে লোন নিয়ে পরিশোধ না করে আত্মগোপন করেন।
‘তাছাড়া তার বিরুদ্ধে তিনটি চেক প্রতারণা মামলায় দুই বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। এছাড়া আরও ৪ মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।’
Advertisement
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে কুমিল্লার বুড়িচং থানার ভারেল্লা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। মাহমুদুল হাসানকে মঙ্গলবার আদালতে হাজির করা হয় বলে জানান তিনি।
ইকবাল হোসেন/এমআরএম/জিকেএস