খেলাধুলা

সরাসরি চুক্তিতে হৃদয়কে দলে টানলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর মাঠে গড়াবে আগামী বছরের জানুয়ারিতে। আসরকে সামনে রেখে এরইমধ্যে দল সাজাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

Advertisement

সামনে আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলবেন তাওহিদ হৃদয়। জাতীয় দলের এই উদীয়মান তারকা ব্যাটারকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে দলটি।

সোমবার (১৭ সেপ্টেম্বর) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে হৃদয়কে দলে নেওয়ার খবরটি নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তারা লিখেছে, ‘অপেক্ষার প্রহর শেষ! তাওহিদ হৃদয় এখন আনুষ্ঠানিকভাবে ভিক্টোরিয়ান্স পরিবারের সদস্য।’

হৃদয়কে দলে ভেড়ানোর পাশাপাশি আরও তিন ক্রিকেটারকে ধরে রাখার কথা জানিয়েছে কুমিল্লা। তারা হলেন-লিটন দাস, মোস্তাফিজুর রহমান ও তানভীর ইসলাম।

Advertisement

সরাসরি চুক্তির বাইরে যেসব খেলোয়াড় থাকবেন, তাদের প্লেয়ার ড্রাফটের মাধ্যমে বেছে নেওয়ার সুযোগ থাকবে ফ্র্যাঞ্চাইজিগুলোর।

এমএমআর/এমএস