বিদ্যালয়ে কেউ কাটছে আলু, কেউ মরিচ কিংবা লাউ-পেঁপে। কারও ব্যস্ততা চুলায় আগুন জ্বালাতে আবার কারও অন্যসব জিনিসপত্র আনা-নেওয়ায়। এসব কাজে শিক্ষার্থীদের সঙ্গে রয়েছেন শিক্ষকরাও। সবাই একেক কাজে ব্যস্ত। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার দাদপুর সাহেবগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ১০৫ শিক্ষার্থী এভাবেই বিদ্যালয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করে।
Advertisement
শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি, জ্ঞান, যোগ্যতা, মূল্যবোধ ও সখ্য বাড়াতে জাতীয় শিক্ষাক্রমের মূল ভিত্তিতে এসেছে আমূল পরিবর্তন। তারই ধারাবাহিকতায় সোমবার (১৮ সেপ্টেম্বর) দাদপুর সাহেবগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির জীবন ও জীবিকা বিষয়ের স্কিল কোর্সের (কুকিং) অংশ হিসেবে এ আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের পরীক্ষার ভয় যেন পরিণত হয় উৎসবের আমেজে।
বিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতায় সকাল থেকেই শুরু হয় শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজের আয়োজনের প্রস্তুতি। শিক্ষার্থীরা নিজেরাই কেটেছে পেঁয়াজ, মরিচ, আদা, রসুন। একেকজন একেক কাজে ব্যস্ত সময় পার করেছে। রান্নার আয়োজনে ছিল সাদা ভাত, ডাল, পাঁচমিশালি সবজি ও দেশি মাছ রান্না। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি আব্দুল বারীক।
সপ্তম শ্রেণির শিক্ষার্থী তানজিলা পারভীন জাগো নিউজকে বলে, বিদ্যালয়ে এমন আয়োজনে অংশ নিয়ে বাস্তব শিক্ষা গ্রহণ করে খুবই ভালো লাগছে।
Advertisement
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম জাগো নিউজকে বলেন, এই বয়সে সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা নিজ হাতে দায়িত্ব নিয়ে এতসব কাজ করেছে, দেখে অনেক ভালো লেগেছে। দলীয় কাজ উপস্থাপন, টিম লিডার হিসেবে লিডারশিপ প্রদর্শন আমার কাছে মনে হয়েছে শিক্ষার্থীরা যেন রীতিমতো উৎসবে মেতেছে।
এম এ মালেক/এফএ/এএসএম