আন্তর্জাতিক

ইলন মাস্ককে তুরস্কে টেসলার কারখানা তৈরির আহ্বান এরদোয়ানের

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান নিজ দেশে টেসলার কারখানা তৈরির জন্য ইলন মাস্কের কাছে আহ্বান জানিয়েছেন। সোমবার (১৮ সেপ্টেম্বর) তুরস্কের যোগাযোগ দপ্তর এ তথ্য জানিয়েছে।

Advertisement

ইলন মাস্কের উদ্ধৃতি দিয়ে দপ্তরটি জানিয়েছে, তুরস্কের অনেক সরবরাহকারী টেসলার সঙ্গে কাজ করছে। পরবর্তী কারখানা নির্মাণের ক্ষেত্রে তুরস্ক খুব গুরুত্বপূর্ণ জায়গা বলেও মন্তব্য করেছেন মাস্ক।

আরও পড়ুন>ভারতে বিনিয়োগ দ্বিগুণ করছে ফক্সকন, বাড়বে কর্মসংস্থান

সংবাদমাধ্যম আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কে জাতিসংঘের পাশে একটি ভবনে বৈঠক করেছেন এরদোয়ান ও ইলন মাস্ক।

Advertisement

জানা গেছে, জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে গেছেন তুরস্কের প্রেসিডেন্ট।

আরও পড়ুন>দুর্ঘটনার পর মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান নিখোঁজ

বৈঠকে এরদোয়ান ইলন মাস্ককে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্টারলিংকের জন্যও তুরস্ক উন্মুক্ত। এসময় তুরস্কের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন বিশ্বের এই শীর্ষ ধনকুবের।

সূত্র: রয়টার্স

Advertisement

এমএসএম