মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রিয়াজ উদ্দিন ফকিরের (৬০) বিরুদ্ধে অভিযোগ আমলে নিবেন কিনা সে বিষয়ে আদেশের জন্য ২৯ মার্চ দিন ধার্য্য করেছেন ট্রাইব্যুনাল।বুধবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্কজাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর ঋষিকেশ সাহা ও মুশফিক কবির।একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া দুই আসামিকে গত ১১ আগষ্ট ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, রিয়াজ ফকির(৬০) ও আমজাদ হাজি (৮৫)। পরে এর আগে গত ৭ ডিসেম্বর ময়মনসিংহ থেকে দুই নতুন আসামী নিয়ে আসার পথে সড়ক দুর্ঘটনায় চার পুলিশসহ আসামীরা গুরুতর আহত হন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এফএইচ/এএইচ/পিআর
Advertisement