সাহিত্য

আমিরুল ইসলাম বাপনের কবিতা

মস্তকের বিস্ফোরণ

Advertisement

এই সঙ্কুচিত পৃথিবীতে আমার মাথাটা রাখার জায়গা পাচ্ছি না, দয়াকরে আপনারা নিজস্ব অবস্থানে থাকুন।

শীতের প্রলেপে ফেটে যাওয়া ঠোঁটে-বুলেটের লিপজেল মাখুন।সুপারসনিক নিউট্রনের সংস্পর্শে নিজেকে নিয়ন্ত্রিত রাখুন।

কথা দিচ্ছি, আমার মস্তকের বিস্ফোরণে কলুষিত পৃথিবী বিকলাঙ্গ হওয়ার পর বলবাঁধা উদ্ভিদের মতো জন্মাবে সুস্থ সভ্যতা।

Advertisement

দয়াকরে আপনাদের প্রসারিত বাম হাতগুলো গুটিয়ে নিনদেদীপ্যমান চন্দ্রখণ্ডিত বিস্তর চারণভূমি আপনাদের উপহার দেবোসেখানে দিগরা দেওয়া রবে আধুনিক পশুচিড়িয়াখানাগুলোতে থাকবে সভ্যতার দর্পণ।

এই সঙ্কুচিত পৃথিবীতে আমার মাথাটা রাখার জায়গা পাচ্ছি না, দয়াকরে আপনারা নিজস্ব অবস্থানে থাকুন।

এসইউ/জেআইএম

Advertisement