আন্তর্জাতিক

সৌদিতে বেসামরিক বিমান চলাচলের মুখপাত্র হিসেবে নিয়োগ পেলেন নারী

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র হিসেবে নিয়োগ পেয়েছেন একজন নারী। সম্প্রতি দেশটির কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বেড়েছে উল্লেখযোগ্য হারে।

Advertisement

গাল্ফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তার নাম ইবতিসাম আল শিহরি।

আরও পড়ুন>ফের ১০০ ডলারের পথে জ্বালানি তেল, বৈশ্বিক মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ

জনসাধারণ ও মিডিয়ার সঙ্গে সম্পর্ক বৃদ্ধি, স্থানীয়-বিদেশি মিডিয়ার অনুসন্ধানের উত্তর দিতে এবং বিশ্বাসযোগ্য তথ্য-পরিসংখ্যান উপস্থাপনের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Advertisement

৩৭ বছর বয়সী ইবতিসাম আল শিহরির মিডিয়াসহ বেশ কয়েকটি ক্ষেত্রে অভিজ্ঞা রয়েছে। কাজ করেছেন সরকারি প্রতিষ্ঠানেও।

২০১৯ সালে তিনি সৌদি আরবে শিক্ষা মন্ত্রণালয়ের প্রথম মুখপাত্র হন। যদিও তিনি জুলাই মাসে পদটি ছেড়ে দেন।

জানা গেছে, সৌদি আরব বেশ কিছু নীতিতে পরিবর্তন এনেছে। এরই অংশ হিসেবে নারীদের ক্ষমতায়ন করা হচ্ছে।

আরও পড়ুন>কিমকে বিধ্বংসী ড্রোন উপহার দিলো রাশিয়া

Advertisement

২০১৮ সালে প্রথমবারের মতো নারীদের গাড়ি চালানোর অনুমোদন দেওয়া হয়, যার মাধ্যমে কয়েক দশকের নিষেধাজ্ঞা বাতিল হয়।

এমএসএম