খেলাধুলা

নিউজিল্যান্ড সিরিজে নেই সাকিব-মুশফিক, ফিরলেন তামিম-মাহমুদউল্লাহ

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

Advertisement

এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে অধিনায়ক সাকিব আল হাসানকে। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস।

নিউজিল্যান্ড সিরিজে ফিরেছেন অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল এবং মিডলঅর্ডার ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ।

সাকিবের সঙ্গে বিশ্রাম দেওয়া হয়েছে মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ এবং তিন পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ আর শরিফুল ইসলামকে।

Advertisement

বাদ পড়েছেন নাইম শেখ, আফিফ হোসেন ধ্রুব এবং শামীম হোসেন পাটোয়ারী। তারা এশিয়া কাপের দলে ছিলেন।

তামিম-মাহমুদউল্লাহর সঙ্গে ফিরেছেন বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার, উইকেটরক্ষক নুরুল হাসান সোহানও।

স্কোয়াডে নতুন মুখ হিসেবে জায়গা করে নিয়েছেন বাঁহাতি ওপেনার জাকির হাসান, পেসার খালেদ আহমেদ এবং লেগস্পিনার রিশাদ হোসেন।

বাংলাদেশ স্কোয়াডলিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদি, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ।

Advertisement

এমএমআর/জেআইএম