ক্যাম্পাস

দাবি আদায়ে ইবি প্রশাসনকে কর্মকর্তাদের এক সপ্তাহের আল্টিমেটাম

১৬ দফা দাবি পূরণে এবার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসনকে সাতদিনের আলটিমেটাম দিয়েছে কর্মকর্তা-কর্মচারীরা। এ সময়ের মধ্যে দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

Advertisement

শনিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ন্যায্য অধিকার বাস্তবায়ন কমিটির আলোচনায় প্রশাসনকে এ সিদ্ধান্ত জানানো হয়।

কর্মকর্তা সমিতির সভাপতি ও ন্যায্য অধিকার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এটিএম এমদাদুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে দাবি আদায়ে ২৬ জুলাই থেকে আন্দোলন করছেন আন্দোলনকারীরা। শুরুতে এক মাসের অধিক সময় ধরে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাঁচ ঘণ্টার কর্মবিরতি পালন করেন তারা। ওই সময় দাবি না মানলে আগস্ট মাস শেষে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

Advertisement

আরও পড়ুন: আল্টিমেটাম দিয়ে বয়সসীমা ৩৫-এর আন্দোলন স্থগিত

এর পরিপ্রেক্ষিতে দাবি আদায় না হওয়ায় ন্যায্য অধিকার বাস্তবায়ন কমিটির বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী ২ সেপ্টেম্বর থেকে লাগাতার পূর্ণ কর্মবিরতি পালন করে আসছেন তারা। কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনিক কাজে কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণ না করার নির্দেশনা দেওয়া হয়। এর অংশ হিসেবে ৩ সেপ্টেম্বর রেজিস্ট্রারকে বিশ্ববিদ্যালয়ের ২৬১ তম সিন্ডিকেটে অংশ নিতে দেননি আন্দোলনকারীরা। ওইদিন বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তার অফিস ঘেরাও করে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

এ বিষয়ে ন্যায্য অধিকার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এটিএম এমদাদুল আলম বলেন, আমাদের দাবিগুলো আইনসম্মত হওয়া সত্ত্বেও উপাচার্য সেটি না দিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করছে। আমরা সব কর্মকর্তা-কর্মচারী একত্রিত হয়ে সিদ্ধান্ত নিয়ে আমরা প্রশাসনকে পাঁচ দিনের সময় দিয়েছি।

রুমি নোমান/আরএইচ/এমএস

Advertisement