দেশজুড়ে

সাইবার নিরাপত্তা আইন সংশোধনের দাবি সাংবাদিকদের

সাইবার নিরাপত্তা আইনের বিতর্কিত ধারা সংশোধনের দাবিতে ফেনীতে মানববন্ধন করেছে কর্মরত সাংবাদিকরা।

Advertisement

শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ফেনী জেলা শাখার উদ্যোগে সংগঠনের সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জসিম মাহমুদ, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহীম, চ্যানেল আই প্রতিনিধি রবিউল হক রবি।

আরও পড়ুন: শুধু অনলাইনই নয়, নানা কারণে সংবাদপত্র ক্ষতির সম্মুখীন

Advertisement

এছাড়া আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ টুডে প্রতিনিধি কামাল উদ্দিন ভূঞা, স্বদেশপত্র সম্পাদক এনএন জীবন, অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা, যমুনা টিভির স্টাফ রিপোর্টার আরিফুর রহমান, সময় টিভির সহযোগী সিনিয়র রিপোর্টার আতিয়ার সজল, দেশ রূপান্তর প্রতিনিধি শফি উল্যাহ রিপন, আমার সংবাদ প্রতিনিধি ইউসুফ আলী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, সাইবার নিরাপত্তা আইনের ৪২ ধারায় বিনা পরোয়ানায় তল্লাশি ও গ্রেফতারের ক্ষমতা পুলিশকে দেওয়া হয়েছে। এ ধরনের নির্যাতনমূলক ধারা স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে বাধা ও হুমকি হবে। সমাজের দুর্নীতিবাজ ও অপকর্মকারীরা এই আইনটিকে গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করবে, যা সাংবাদিকদের মুক্ত ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বাধা সৃষ্টি করবে।

আবদুল্লাহ আল-মামুন/জেএস/এমএস

Advertisement