ইউরিন ইনফেকশন বা প্রস্রাবের সংক্রমণে নারী-পুরুষ এমনকি ছোটরাও ভোগেন। তবে নারীদের মধ্যে এই রোগ বেশি দেখা যায়। যদিও এর অনেক কারণ আছে।
Advertisement
আসলে নারীদের মূত্রদ্বার উন্মুক্ত। এ কারণে হতে পারে ইনফেকশন। এছাড়া পরিষ্কার না থাকা, পাবলিক টয়লেট ব্যবহার করা ইত্যাদি কারণেও ইউরিন ইনফেকশন ঘটে।
আরও পড়ুন: ফুসফুস পরিষ্কার রাখতে যা খাবেন
ইউরিন ইনফেকশন কেন হয়?
Advertisement
ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন মূলত হয়ে থাকে ই কোলাই ব্যাকটেরিয়ার কারণে। এই ব্যাকটেরিয়া আমাদের অন্ত্রে থাকে। তবে তা যখন মূত্রনালি থেকে শরীরে প্রবেশ করে, তখনই সমস্যার সৃষ্টি হয়।
নারীদের মূত্রদ্বার উন্মুক্ত হওয়ায় খুব সহজেই মলদ্বার হয়ে ব্যাকটেরিয়া প্রবেশ করে মূত্রদ্বারে। এর থেকে তৈরি হয় ইনফেকশন। তাই প্রতিটি মানুষকে অবশ্যই বিষয়টি নিয়ে ভাবতে হবে।
আরও পড়ুন: হাঁটতে কষ্ট হচ্ছে, হাই কোলেস্টেরলে ভুগছেন না তো?
ইউরিন ইনফেকশন কাদের বেশি হয়?
Advertisement
১. আগে ইউরিন ইনফেকশন হয়েছে২. শারীরিক ঘনিষ্ঠতার সময় সচেতন না থাকা৩. প্রেগন্যান্সি৪. হাইজিন মেনে না চলা ইত্যাদি।
ইউরিন ইনফেকশনের লক্ষণ কী কী?
১. জ্বর২. বারবার প্রস্রাব হওয়া৩. প্রস্রাব পরিষ্কার না হওয়ার অনুভূতি৪. তলপেটে ব্যথা৫. ইউরিনে রক্ত ইত্যাদি।
আরও পড়ুন: ডায়াবেটিস রোগীদের মধ্যে যে লক্ষণ হার্ট অ্যাটাকের ইঙ্গিত দেয়
ইউটিআই প্রতিরোধে করণীয়
১. পর্যাপ্ত পানি পান করুন২. শারীরিক ঘনিষ্ঠতার পর প্রস্রাব করুন৩. প্রতিদিন গোসল করুন৪. গোপনাঙ্গ পরিষ্কার রাখুন৫. গোপনাঙ্গে স্প্রে, পাউডার কিংবা প্রসাধনীর ব্যবহার এড়িয়ে চলুন ও৬. পাবলিক টয়েলট ব্যবহার এড়িয়ে চলুন।
বারবার প্রস্রাবে সংক্রমণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এর সঠিক চিকিৎসা গ্রহণ না করলে কিডনিতেও সমস্যা হতে পারে। তাই সতর্ক থাকুন।
সূত্র: মায়োক্লিনিক/ওয়েবএমডি
জেএমএস/এএসএম