দেশজুড়ে

মাতাল অবস্থায় মোটরসাইকেল চালাচ্ছিলেন যুবক, দুর্ঘটনায় মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগরে মাতাল অবস্থায় মোটরসাইকেল চালানোর সময় বৈদ্যুতিক পোলের সঙ্গে ধাক্কা লেগে সেলিম উদ্দিন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

Advertisement

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জীবননগর উপজেলার উথলী-বেগমপুর সড়কের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিম উদ্দিন দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুর গ্রামের নুর ইসলামের ছেলে। আহতরা হলেন একই গ্রামের ইসলামের ছেলে রুবেল হোসেন (২৪) ও নজরুল ইসলামের ছেলে স্বপন হোসেন (২৩)।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement

পুলিশ জানায়, নিহত এবং আহত ব্যক্তিরা একই মোটরসাইকেলের আরোহী ছিলেন। তারা নেশাগ্রস্ত অবস্থায় মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক পোলের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের আরোহীরা ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেলিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও দুই বোতল বাংলা মদ উদ্ধার করেছে পুলিশ।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মেহেবুবা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনজন নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন।

হুসাইন মালিক/এসআর/এএসএম

Advertisement