সরকার এডিস মশার মতো মানুষের রক্ত চুষে খাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়। সরকার সেলফি তুলে পতন ঠেকাতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
Advertisement
তিনি বলেন, সরকারের মশা মারার মুরোদ নেই তবে মানুষ মারার মুরোদ আছে। খুন, গুম করার মুরোদ আছে কিন্তু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মুরোদ নেই। মানুষ ডেঙ্গুজ্বরে কাঁপছে, ওষুধ নেই, চিকিৎসা সরঞ্জাম নেই; সেদিকে অবৈধ সরকারের নজর নেই। তারা নিষ্ঠুরতা, দুঃশাসনের মাধ্যমে স্বৈরতন্ত্র কায়েম করে আজীবন ক্ষমতায় থাকতে চায়।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে নগরীর রয়েল চত্বর থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু বিষয়ে প্রচারপত্র বিতরণ কর্মসূচির উদ্বোধনপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘দ্রব্যমূল্যের কষাঘাতে সাধারণ মানুষ প্রতিদিন নিষ্পেষিত হচ্ছে অথচ সেদিকে তাদের কোনো খেয়াল নেই। ১০ টাকা কেজি চাল খাওয়ানোর কথা দিয়েছিল, এখন ১০ টাকায় এককেজি ভাতের মাড়ও পাওয়া যায় না। ১৩ বার সরকার বিদ্যুতের দাম বাড়িয়েছে। আওয়ামী লীগ জনগণের উন্নয়ন করে না। তারা জনগণের পকেট মারে। ভিক্ষুকের টাকাও চুরি করে। কোটি কোটি টাকা পাচার হলেও পাচার নিয়ে সরকার কোনো কথা বলছে না।’
Advertisement
‘দেশের উন্নয়ন সরকারের দায়িত্ব, দয়া নয়’ উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ‘পদ্মা সেতু তারা ভিটাবাড়ি বিক্রি করে তৈরি করেনি, করেছে এদেশের জনগণের টাকায়। কিন্তু ভাবখানা যেন তাদের টাকায় তৈরি করেছে। পদ্ম সেতু তৈরি করতে গিয়ে কত টাকা চুরি করেছে একদিন জনগণ তা জানতে পারবে। ব্যাংকগুলো খালি করে ফেলেছে লুটেরা সরকার। কোনো ব্যাংক ব্যবসায়ীদের এলসি দিতে পারছে না।’ গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকার সেলফি নির্ভর হয়ে পড়েছে, তারা জনগণ নির্ভর না। সেলফি তুলে পতন ঠেকাতে পারবে না। আগামীর বাংলাদেশ কারা পরিচালনা করবে তা নির্ধারণ করবে এদেশের জনগণ।
মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে প্রচারপত্র বিতরণপূর্ব সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান, সাবেক সংসদ সদস্য সৈয়দা নার্গিস আলী প্রমুখ।
আলমগীর হান্নান/এসআর/এএসএম
Advertisement