বর্ষার মৌসুম শুরু হতেই ভারতের কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ডেঙ্গুর প্রকোপ দেখা গিয়েছিল। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর থেকে ডেঙ্গু নিয়ন্ত্রণে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়। কিন্তু পুরোপুরিভাবে ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা করা যাচ্ছে না। রাজ্যটিতে ক্রমশই উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু।
Advertisement
এবার ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক তরুণ চিকিৎসকের। নতুন করে চিকিৎসকের মৃত্যুর ঘটনায় কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরে।
ডেঙ্গুতে মারা যাওয়া চিকিৎসকের নাম দেবদ্যুতি চট্টোপাধ্যায় (২৮)। তিনি দক্ষিণ কলকাতার বাসিন্দা। পশ্চিমবঙ্গ সরকারের চক্ষু চিকিৎসা কেন্দ্র রিজিওনাল ইনস্টিটিউট অব অফথালরোলজিতে ট্রেইনি হিসেবে কাজ করতেন।
গত চারদিন ধরে কলকাতার মিন্টো পার্কের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন দেবদ্যুতি চট্টোপাধ্যায়। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
Advertisement
এদিকে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বড়ায় পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তুলেছেন বিরোধীদল ভারতীয় জনতা পার্টি।
তবে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে, তারা ডেঙ্গু মোকাবিলায় সব ধরনের পদক্ষেপ নিচ্ছে। বিভিন্ন এলাকায় সচেতনতামূলক পোস্ট করা হচ্ছে। ব্লিচিং, মশা মারার তেল ছড়ানো হচ্ছে। এছাড়া নিকাশের নালাগুলোতে গাপ্পি মাছ ছাড়া হচ্ছে।
ডিডি/জেডএইচ/জিকেএস
Advertisement