জাতীয়

অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন চানাচুর ব্যবসায়ী

রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগ খেলার মাঠে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন মো. আহম্মেদ বাবু (৪০) নামে এক ছোলা-চানাচুর ব্যবসায়ী। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

Advertisement

আহম্মেদ বাবুর স্ত্রী ডলি আহমেদ জানান, তার স্বামী নারায়ণগঞ্জ মৌচাক এলাকায় ছোলা-চানাচুর বিক্রি করেন। চানাচুরের ছোট পলিথিন কেনার জন্য সকালে বাসে করে ঢাকা আসেন। অজ্ঞানপার্টির সদস্যরা সুকৌশলে তাকে কিছু খাইয়ে অচেতন করে তার কাছে থেকে টাকা-পয়সা নিয়ে গোলাপবাগ খেলার মাঠ এলাকায় ফেলে যায়।

খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে পাকস্থলী ওয়াশ করে তাকে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।

তাদের গ্রামের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলায়। বর্তমানে নারায়ণগঞ্জের মৌচাক এলাকায় পরিবার নিয়ে থাকেন।

Advertisement

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

কাজী আল আমিন/এসটি/এমএস