দেশজুড়ে

বাসে পাচার হচ্ছিল ৪৫ কচ্ছপ

কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশ ও বনবিভাগের যৌথ অভিযানে ৪৫টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও বনবিভাগ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি যাত্রাবাহী বাসে করে বেশকিছু কচ্ছপ পাচার করা হচ্ছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে বন বিভাগকে জানালে তাদের সহায়তায় যৌথ অভিযান চালানো হয়। এসময় মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলা সদরের হায়দারপুল এলাকায় মোংলাগামী জিএস ট্রাভেলস পরিবহনের যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশীর একপর্যায়ে বাসের পেছনের বক্স থেকে তিনটি ককশিটের কার্টনভর্তি বিভিন্ন প্রজাতির ৪৫টি কচ্ছপ উদ্ধার করা হয়। এসময় এক কিশোরকে আটক করা হয়। তার বাড়ি বাগেরহাটের মোল্লারহাটে।

উদ্ধার কচ্ছপগুলোর মধ্যে ১৯টি সুন্দি, ১১টি হলদে, পাঁচটি কড়ি ও ১০টি পিকক।

Advertisement

বনবিভাগ ঢাকা রেঞ্জের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগের কর্মকর্তা সনাতন কুমার বলেন, কচ্ছপগুলো হেফাজতে নেওয়া হয়েছে। এগুলোকে গাজীপুর সাফারি পার্কে অবমুক্ত করা হবে।

তিনি আরও বলেন, পাচারকাজে জড়িত থাকার অভিযোগে আটক কিশোরের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে।

জাহিদ পাটোয়ারী/এসআর/জেআইএম

Advertisement