ভিটামিন ক্যাপসুল ভেবে অ্যাপলের একটি এয়ারপড গিলে ফেলেন এক নারী। এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। ৫২ বছর বয়সী তান্না বার্কার নিজেই সামাজিক মাধ্যমে এই ঘটনা প্রকাশ করেছেন। তান্না জানান, ভিটামিন ওষুধের বদলে ভুল করে তিনি একটি এয়ারপড গিলে ফেলেন। পরে তিনি বুঝতে পারেন যে, বড় ধরনের ভুল হয়েছে।
Advertisement
সকালে বন্ধুদের সঙ্গে হাঁটতে বেরিয়েছিলেন তান্না। হাঁটতে হাঁটতে তান্নার মনে পড়লো যে, সকালের ভিটামিনের ওষুধটা তিনি খেতে ভুলে গেছেন। বন্ধুদের সঙ্গে গল্পে মত্ত হয়ে তান্না ভুলবশত ভিটামিনের ওষুধের বদলে এয়ারপড খেয়ে ফেলেন।
আরও পড়ুন: রাস্তায় প্ল্যাকার্ড নিয়ে বর খুঁজছেন মার্কিন তরুণী
এয়ারপডটি গিলে ফেলার পরেই অস্বস্তি শুরু হয় তান্নার। বোতলের পর বোতল পানি খেয়েও গলার নিচে কিছুতেই নামছিল না সেই এয়ারপড। তখন তিনি বুঝতে পারেন ভিটামিন ক্যাপসুলের বদলে অন্য কিছু গিলে ফেলেছেন। হঠাৎ তিনি খেয়াল করেন ভিটামিনের ট্যাবলেটটি তার হাতেই রয়ে গেছে। এর বদলে তিনি সঙ্গে থাকা তার স্বামীর এয়ারপডটি গিলে ফেলেছেন।
Advertisement
সামাজিক মাধ্যমে আন্না একটি ভিডিওতে বলেন, আমি তখন বিশ্বাস করতে পারছিলাম না যে আমি এত বড় এয়ারপডটি গিলে ফেলেছি। কী করে এত বড় ভুল করে বসলাম এখনও বুঝতে পারছি না। এয়ারপডটি এখনও আমার পেটের ভেতর রয়ে গেছে।
বাড়ি ফিরে পুরো ঘটনা তিনি তার স্বামীকে জানান। তান্নার স্বামী এই ঘটনা আর কাউকে বলতে বারণ করলেও তান্না সেটা সামাজিক মাধ্যমে শেয়ার করেন যেন তার মতো ভুল আর কখনও কেউ না করেন। এই ঘটনা শোনার পর সামাজিক মাধ্যমে অনেকেই তাকে নানা রকম পরামর্শ দিয়েছেন।
আরও পড়ুন: ৭০ বছর বয়সে লটারি জিতলেন নারী, মাসে ১৩ লাখ টাকা পাবেন ৩০ বছর
কেউ বলেছেন, এয়ারপডে ব্যাটারি না থাকায় চিন্তার কোনো কারণ নেই, কিছুদিনের মধ্যেই তা স্বাভাবিক প্রক্রিয়ায় বেরিয়ে যাবে। আবার কেউ কেউ তাকে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন। আন্নাও সঙ্গে সঙ্গেই চিকিৎসকের কাছে গিয়েছেন। তিনি এই ঘটনার একটি ভিডিও টিকটকে পোস্ট করেন। ২০ লাখের বেশি মানুষ ওই ভিডিও দেখেছেন।
Advertisement
তবে এয়ারপড খেয়ে ফেলেও তেমন কোনো শারীরিক সমস্যায় পড়েননি তিনি। চিকিৎসক তান্নাকে জানান, প্রাকৃতিক উপায়ে এয়ারপড তার শরীর থেকে বের হয়ে যেতে পারে। পরবর্তীতে সেটাই হয়েছে বলে জানান তিনি।
টিটিএন