দেশজুড়ে

সংঘর্ষে দিনাজপুরে বিএনপির সম্মেলন স্থগিত

দিনাজপুরে জেলা বিএনপির যৌথকর্মী সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের সামনেই মঞ্চে বসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘঠেছে। সংঘর্ষ শুরুর পর তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়েছে যৌথকর্মী সম্মেলন।শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে দিনাজপুর লোকভবন চত্বরে প্রায় ১৫ মিনিট ধরে চলে এ সংঘর্ষ। এ সময় সম্মেলন মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে (অব.) মাহবুবুর রহমান ও দলের যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঞ্চে বসাকে কেন্দ্র করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুকুর চৌধুরীর গ্রুপের নেতাকর্মীদের সঙ্গে শাহরিয়ার আখতার হক ডন গ্রুপের কথা কাটাকাটি হয়। ডন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় বোন সাবেকমন্ত্রী প্রয়াত খুরশিদ জাহান হকের ছেলে। একপর্যায়ে সভাপতি লুৎফর রহমান মিন্টু গ্রুপের সদস্যরা সংঘর্ষ ত্রিমুখী রূপ নেয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ শুরুর পর দলের কেন্দ্রীয় নেতারা তাদের থামার অনুরোধ করলেও তা চলতে থাকে। এসময় কেন্দ্রীয় নেতারা সম্মেলন মঞ্চ ত্যাগ করেন। একপর্যায়ে মঞ্চ ভাঙচুর করা হয়।

Advertisement