জোকস

বাঁও হাত দিয়া দিলাম

বাঁও হাত দিয়া দিলামএক শ্রমিক কারখানায় কাজ করতে গিয়ে বাম হাত কেটে গেছে। সবাই বাড়িতে এসে ওকে সান্ত্বনা দিচ্ছে। একজন বলল, ‘ভাই, তাও তোমার কপালডা ভালা, ডাইন হাত না কাইট্টা বাঁও হাত কাটসে।’ এই কথা শুনে শ্রমিকটি বললো, ‘আরে ব্যাডা কী কছ! আমার বুদ্ধি আছে না, যখনি দেখলাম ডান হাত কাটা পড়তেসে, তক্ষণি ডান হাত সরাইয়া বাঁও হাত দিয়া দিলাম।’****বর্ষাকাল এসে যাবেখরগোশ : কিরে কচ্ছোপ কোথায় যাচ্ছিস ?কচ্ছপ : এখান থেকে ৫০ কি দুরের ঐ একমাত্র নদীতে।খরগোশ : এখন তো গ্রীষ্মকাল নদীতে পানি কম এখন গিয়ে কি করবি ?কচ্ছপ : আমার যেতে যেতে বর্ষাকাল এসে যাবে!****স্যার বহুত হারামি ছিলএক শিক্ষক পরীক্ষার হলে নকল করতে দিয়ে ছাত্রদের বলছে-শিক্ষক : তোরা বাইরে গিয়ে আবার বলিস না যে আমি নকল করতে দিছি!পাপ্পু : আরে না স্যার কি যে বলেন! বাইরে যাইয়া কমু, ‘স্যার বহুত হারামি ছিল, পরীক্ষার হলে নড়াচড়াও করতে দেয় নাই!’****পাখি ২টি এইটাকে বস ডাকেএক লোক দোকানে দেখল ৩টা তোতা পাখি রাখা আছে বিক্রির জন্য। সে দামের খবর নিতে গিয়ে অবাক হল যে, ৩টারই দাম চড়া! তখন তোতা পাখির মালিক বলল, ‘১ম পাখিটি ‘এমএস ওয়ার্ড’ পারে, তাই দাম ১০,০০০ টাকা। ২য়টি ২০,০০০ টাকা, কারণ সে একজন ‘প্রোগ্রামার’।’লোকটি তখন বলল, ‘তা বুঝলাম!! কিন্তু ৩য়টির দাম ৫০,০০০ টাকা কেন?’তখন মালিক বলল, ‘স্যার, সত্যিকারে এটা কিছুই পারে না, কিন্তু বাকি পাখি ২টি এইটাকে বস ডাকে তাই!’এসইউ/পিআর

Advertisement