পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের হাত ধরে আগেই পেট্রোল-ডিজেলের দাম উঠেছিল ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে। সেটিকে আরও ওপরে নিয়ে যেতে চলেছে কর্তৃপক্ষ। সেখানে আবারও বাড়তে চলেছে জ্বালানি তেলের দাম।
Advertisement
পাকিস্তানি রুপির অব্যাহত দরপতন এবং আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধির কারণে জ্বালানি তেলের দাম আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আনোয়ারুল হক কাকারের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার। এ সপ্তাহের শেষের দিকে নতুন মূল্যতালিকা কার্যকর হতে পারে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পাকিস্তানে পেট্রোলের দাম লিটারপ্রতি ১০ থেকে ১৪ রুপি এবং হাই-স্পিড ডিজেলের দাম ১৪ থেকে ১৬ রুপি বাড়তে চলেছে। কেরোসিনের দামও বাড়তে পারে প্রায় ১০ রুপি। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে পরবর্তী ১৫ দিনের জন্য কার্যকর হবে এই মূল্যতালিকা।
আরও পড়ুন>> পাকিস্তানে জ্বালানি তেলের দাম বাড়ায় ব্যবসায়ীদের ধর্মঘট
Advertisement
চলতি মাসের প্রথম ১০ দিনে মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি মুদ্রার অন্তত ৪ দশমিক ৫ রুপি দরপতন হয়েছিল (২৯৯ থেকে ৩০৪ রুপি)। পরে অবশ্য তা আবারও ৩০০ রুপির নিচে নেমেছে। কিন্তু এর মধ্যে অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্টের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৯২ ডলার ছাড়িয়ে যায়। অথচ মাসের প্রথম সপ্তাহেও বিশ্ববাজারে তেলের দাম ছিল ব্যারেলপ্রতি ৮৮ ডলারের মতো।
সূত্র জানিয়েছে, দক্ষিণ এশিয়ার দেশটিতে পেট্রোল, ডিজেল এবং কেরোসিনের আমদানি সমতা মূল্য গত ১ সেপ্টেম্বর থেকে প্রতি লিটারে যথাক্রমে প্রায় ১৩, ১৪ ও ১০ রুপি বেড়েছে। কিন্তু বিক্রির দাম প্রতি লিটারে যথাক্রমে ১৩, ১৬ ও ১০ রুপি বাড়বে বলে ধারণা করা হচ্ছে। জেট ফুয়েলের দামও বাড়তে পারে লিটারপ্রতি ১০ রুপি।
এই হিসাবে পাকিস্তানে পেট্রোলের দাম প্রতি লিটার ৩২০ রুপি, ডিজেল ৩২৫ রুপি ও কেরোসিন ২৪০ রুপি ছাড়াতে পারে।
আরও পড়ুন>> এক ডলার সমান পাকিস্তানি ৩০৩ রুপি
Advertisement
সাধারণত বাস, ট্রাক, ট্রেনের মতো ভারী যানবাহনে ব্যবহার করা হয় হাই-স্পিড ডিজেল। বিপরীতে বেশিরভাগ ব্যক্তিগত গাড়ি চলে পেট্রোলে। ফলে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে, গত ৩১ আগস্ট পেট্রোলের দাম লিটারে ১৪ দশমিক ৯১ রুপি ও ডিজেলের দাম ১৮ দশমিক ৪৪ রুপি বাড়ানোর ঘোষণা দেয় পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকার। এর ফলে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো লিটারপ্রতি ৩০০ রুপি ছাড়ায় জ্বালানি তেলের দাম।
এটি ছিল আগস্ট মাসে তৃতীয়বারের মতো জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ঘটনা।
আরও পড়ুন>> পাকিস্তানে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন কাকার
আগস্টের শুরুর দিকে তত্ত্বাবধায়ক সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র একদিন পরেই পেট্রোলের দাম লিটারে ১৭ দশমিক ৫০ রুপি ও ডিজেলের দাম লিটারে ২০ রুপি বাড়ানোর অনুমোদন দিয়েছিলেন আনোয়ারুল হক কাকার।
তার আগে, গত ১ আগস্ট পেট্রোল-ডিজেলের দাম লিটারপ্রতি প্রায় ২০ রুপি করে বাড়িয়েছিল তৎকালীন জোট সরকার।
বর্তমানে পাকিস্তানে পেট্রোল বিক্রি হচ্ছে লিটারপ্রতি ৩০৫ দশমিক ৩৬ রুপি ও ডিজেল ৩১১ দশমিক ৮৪ রুপি। গত ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে এই দর।
সূত্র: ডন, বিজনেস রেকর্ডারকেএএ/