জাতীয়

ধোঁয়ায় আচ্ছন্ন কৃষি মার্কেট, বিস্ফোরণ হচ্ছে দাহ্য পদার্থ

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটের নতুন কাঁচা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় থেমে থেমে আগুন জ্বলে উঠছে। এছাড়া হঠাৎ হঠাৎ দাহ্য পদার্থ বিস্ফোরণ হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের কর্মীরা অক্সিজেন মাস্ক পরে ঘটনাস্থলে কাজ করছেন।

Advertisement

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোরে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। সকাল ৯টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নিয়ন্ত্রণ, উদ্ধার অভিযান ও সার্বিক শৃঙ্খলায় ঘটনাস্থলে কাজ করছে পুলিশ, র‌্যাব, বিজিবি, সেনা-নৌ ও বিমান বাহিনী, এনএসআই, স্কাউটের ভলান্টিয়ার সদস্যরা। বিমানবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে মার্কেটের ওপর থেকে পানি ছেটানো হচ্ছে।

এদিন সকাল ৯টার পরেও সরেজমিনে পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন দেখা গেছে। থেকে থেকে বিভিন্ন দোকানের ভেতরে ছোট পরিসরে আগুন জ্বলতেও দেখা গেছে।

Advertisement

আগুন নিয়ন্ত্রণে কাজ করা ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, এখন বড় পরিসরে আগুন নেই, কিন্তু বিভিন্ন দোকানের দাহ্য পদার্থ মাঝে-মধ্যে জ্বলে উঠছে। ফায়ার সার্ভিসের কর্মীরা অক্সিজেন মাস্ক পরে ঘটনাস্থলে কাজ করছেন।

ফায়ার সার্ভিসের এক কর্মী জাগো নিউজকে বলেন, ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। মাঝে মধ্যে বিভিন্ন দোকানের তেলের কনটেইনারসহ বিভিন্ন দাহ্য পদার্থ বিস্ফোরিত হয়ে আগুন জ্বলে উঠছে। এর ফলে কয়েকবার আমরা পেছনে চলে আসছি, আবার গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছি।

ভোর ৩টা ৪৩ মিনিটে মোহাম্মদপুর কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথমে সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ভোর ৩টা ৫২ মিনিটে।

পরে ধাপে ধাপে ইউনিট বেড়ে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের মোট ১৩৭ জন সদস্য কাজ করে।

Advertisement

তবে এখন পর্যন্ত এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

টিটি/এমআরএম/এএসএম