ক্যাম্পাস

শাবিপ্রবিতে আগুনে পুড়ে ছাই ফুচকা দোকানের চেয়ার-টেবিল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় এক ফুসকা দোকানের চেয়ার-টেবিল পুড়ে ছাই হয়ে গেছে।

Advertisement

বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটেছে। তবে টিলার গাছের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষার্থী সূত্রে জানা যায়, ইউনিভার্সিটি সেন্টারে সাংগঠনিক কাজ করার সময় হঠাৎ করে টিলায় আগুন দেখে তারা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের জানান। তাৎক্ষণিকভাবে নিরাপত্তাকর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন: সংস্কারের অভাবে ঝুঁকিতে শাবিপ্রবির কেন্দ্রীয় শহীদ মিনার

Advertisement

ফুসকা দোকানের পরিচালক জিয়াউর রহমান বলেন, কে বা কারা আগুন লাগিয়েছে জানি না। আমার দোকানে বিক্রি বেশি হওয়ায় কেউ শত্রুতা করে আগুন দিয়েছে। আগুনে আমার দোকানের প্লাস্টিকের ৫০টি চেয়ার ও ১০ টেবিল পুড়ে ছাই হয়ে গেছে।

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, নিরাপত্তাকর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছে। আমরাও সেখানে গিয়েছি। অনেক আগ থেকেই ফুচকাওয়ালাদের মধ্যে কোন্দল চলছে। ধারনা করা হচ্ছে নিজেদের মধ্যে কোন্দলের জেরে এ আগুন লাগানো হয়েছে। আমরা তাদের ডেকে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নিব।

নাঈম আহমদ শুভ/জেএস/এমএস

Advertisement