জাতীয়

মোহাম্মদপুর কৃষি মার্কেটের ১৮ সোনার দোকান পুড়ে ছাই

ঢাকার মোহাম্মদপুর কৃষি মার্কেটের নতুন কাঁচা বাজারের মার্কেটের সামনে ছিল ৯টি ও ভেতরে ছিল ৯টি সোনার দোকান। এই ১৮টি সোনার দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

Advertisement

সরেজমিনে দেখা যায়, আলিফ জুয়েলার্স, হেনা জুয়েলার্স, দুবাই জুয়েলার্স, সিঙ্গাপুর জুয়েলার্স, মুন জুয়েলার্স, রিয়াদ জুয়েলার্স ও মা জুয়েলার্স আগুনে পুড়ে গেছে।

আরও পড়ুন: উৎসুক জনতার ভিড়, নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের

দুবাই জুয়েলার্সের মালিক আমির হোসেন জাগো নিউজকে বলেন, আমার দুটি জুয়েলার্সের দোকান ছিল। ভোড় ৪টায় খবর পেয়ে মার্কেটে আসি। তখনও আমার দোকানে আগুন লাগেনি। মার্কেট বন্ধ থাকায় মালামাল সব সরাতে পারিনি। সামান্য কিছু আমার মতো সবাই সরিয়েছে।

Advertisement

দুই দোকানে দুই কোটি টাকার জুয়েলার্সের মালামাল ছিল জানিয়ে এই ব্যবসায়ী বলেন, মার্কেটের মোট ১৮টি সোনার দোকান ছিল। সবগুলো পুড়ে গেছে।

সিঙ্গাপুর জুয়েলার্স আবু কাওসার জাগো নিউজকে বলেন, আমার দোকানে দুই কোটি টাকার কাছাকাছি মালামাল ছিল। কিছু বের করা গেছে তবে বেশিরভাগই দোকানে ছিল। এখন দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।

আরও পড়ুন: মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী

নিউ হেনা জুয়েলার্সের মালিক স্বর্ণা জাগো নিউজকে বলেন, ভোরে আগুন লাগার খবর পেয়ে মার্কেটে ছুটে আসি। তখনও আমার দোকানে আগুন লাগেনি। পরে ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়লে এই দোকানে আগুন লাগে। দোকানটিতে প্রায় দুই কোটি টাকার সোনার মালামাল ছিল।

Advertisement

সোনার দোকান ছাড়াও মার্কেটটিতে কাপড়, প্লাস্টিকের মালামাল, ক্রোকারিজ ও ব্যাগের দোকান ছিল।

আর আগে বুধবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টা ৪৩ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট।

আরও পড়ুন: চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি কৃষি মার্কেটে ভয়াবহ আগুন

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

টিটি/বিএ/এএসএম