সুপারস্টার শাকিব খান ঢাকাই সিনেমায় পা রেখেছিলেন সোহানুর রহমান সোহানের হাত ধরেই। সেই চলচ্চিত্র নির্মাতার মৃত্যুর খবরে মাঝরাতে শাকিব খান ছুটে যান তার উত্তরার বাসায়, অপলক তাকিয়ে থাকেন প্রিয় নির্মাতার দিকে। আগেই ফেসবুকে জানিয়েছিলেন শোকবার্তা। এরপর সশরীরে হাজির হয়ে শ্রদ্ধা জানালেন অগ্রজ নির্মাতার চিরবিদায়ে।
Advertisement
শুধু শাকিব খান নয়, বুধবার রাতে সোহানের বাড়িতে ছুটে যান চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়ক রিয়াজ, নির্মাতা খন্দকার সুমনসহ অনেকে।
সোহানুর রহমান সোহানের স্ত্রী মারা যাওয়ার একদিন পরই বুধবার (১৩ সেপ্টেম্বর) অনন্তলোকে পারি জমান সোহানুর রহমান সোহান। এর আগে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার স্ত্রীর মৃত্যু হয়।
আরও পড়ুন>> স্ত্রীর মৃত্যুর পরদিনই চলে গেলেন নির্মাতা সোহানুর রহমান
Advertisement
এদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন জানিয়েছেন, ইসলামিক রীতি অনুযায়ী পরিচালক সোহানের পরিবার তাড়াতাড়ি মরদেহ দাফন করতে চান। তাই রাতেই মরদেহ টাঙ্গাইলে শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়া হবে। ভোরে জানাজা শেষে ফজরের পরপরই মরদেহ দাফন করা হবে। স্ত্রীর কবরের পাশে শায়িত হবেন সোহানুর রহমান সোহান।
ঢাকাই সিনেমার জনপ্রিয় ও সফল নির্মাতা সোহানুর রহমান সোহান। নব্বই দশকে তার পরিচালিত সিনেমা দেখে মেতেছিলেন দেশের কোটি দর্শক। তার হাত ধরে সিনেমার তারকা হয়েছেন বেশ কয়েকজন শিল্পী। তাকে তারকা গড়ার কারিগর বলা হয়।
এমআই/ইএ
Advertisement