জাতীয়

যাত্রীদের সঙ্গে মিশে প্লেনে উঠেছিল জোনায়েদ, দাবি বেবিচকের

পাসপোর্ট-বোর্ডিং পাস না নিয়েই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে উঠে পড়ে জোনায়েদ মোল্লা নামের এক শিশু। ওই শিশু যাত্রীদের সঙ্গে মিশে গিয়ে উড়োজাহাজে উঠে বসেছিল বলে দাবি করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

Advertisement

বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি করে বেবিচক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ সেপ্টেম্বর ভোর চারটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়েত এয়ারওয়েজের কেইউ-২৮৪ ফ্লাইটে ১২ বছর বয়সী জোনায়েদ এয়ার ক্রাফটে প্রবেশ করে। পরে তাকে এয়ারলাইন্স কর্তৃক বিমানবন্দর নিরাপত্তা বিভাগে হস্তান্তর করা হয়। প্রাথমিকভাবে ছেলেটিকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়। অসত্য তথ্য দিয়ে এবং বয়স কম হওয়ার কারণে গ্রুপ প্যাসেঞ্জারদের সঙ্গে মিশে গিয়ে ও কর্তব্যরত সদস্যদের নজর এড়িয়ে ছেলেটি এয়ার ক্রাফটের অভ্যন্তরে প্রবেশ করে।

আরও পড়ুন: পাসপোর্ট-ভিসা ছাড়াই কুয়েতের ফ্লাইটে শিশু, ১০ জনকে প্রত্যাহার 

Advertisement

এতে আরও বলা হয়, বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থানে এ ধরনের ঘটনা অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। এরই মধ্যে বিমানবন্দরে কর্তব্যরত বিভিন্ন সংস্থার ১০ জন কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার দায়-দায়িত্ব নির্ধারণের জন্য পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এমএমএ/কেএসআর/জিকেএস