শিক্ষা

পদোন্নতি দাবিতে শিক্ষা ভবনে অবস্থানের ঘোষণা শিক্ষা ক্যাডারদের

পদোন্নতিসহ বিভিন্ন সমস্যার প্রতিকার ও দাবি-দাওয়া আদায়ে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) শিক্ষা ভবনে অবস্থান কর্মসূচি পালন করবেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তারা।

Advertisement

শিক্ষার বিভিন্ন দপ্তর ও সরকারি কলেজে কর্মরত শিক্ষা ক্যাডারভুক্ত শিক্ষকদের সংগঠন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ব্যানারে এ অবস্থান কর্মসূচি পালন করা হবে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নেতারা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, বেলা ১১টা থেকে তারা অবস্থান কর্মসূচি শুরু করবেন।

আরও পড়ুন: ‘স্ত্রী মনে করে স্বামী অযোগ্য, সন্তান বলে প্রমোশন পাওনা কেন বাবা’ 

Advertisement

গত ৫ সেপ্টেম্বর শিক্ষা ক্যাডারে বিদ্যমান নানা বৈষম নিরসনের দাবিতে সংবাদ সম্মেলন করে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। দাবি পূরণে ব্যবস্থা না নিলে সেদিন বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা।

ওইদিন সংবাদ সম্মেলনে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নেতারা বলেছিলেন, পদোন্নতির মতো স্বাভাবিক প্রক্রিয়াতেও শিক্ষা ক্যাডাররা অন্য ক্যাডারের থেকে অনেক পিছিয়ে। পদোন্নতির সব শর্ত পূরণ করেও পদোন্নতি পাচ্ছি না। দীর্ঘ সময় পর অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হলেও যোগ্য সব কর্মকর্তা পদোন্নতি পাননি।

আরও পড়ুন: পদোন্নতির পরীক্ষায় ৪১১ শিক্ষা ক্যাডারের প্রার্থিতা বাতিল 

তারা আরও বলেন, ২৯ বছর চাকরি করেও সহযোগী অধ্যাপক থেকে অবসরে যেতে হচ্ছে যোগ্য কর্মকর্তাদের। বর্তমানে প্রায় সাত হাজার শিক্ষা ক্যাডার পদোন্নতিযোগ্য রয়েছেন। তারা ক্যারিয়ার নিয়ে উদ্বিগ্ন বলেও জানান সমিতির নেতারা।

Advertisement

এএএইচ/কেএসআর/জিকেএস