দেশজুড়ে

এক বাইকে ঘুরতে বের হয় ৩ বন্ধু, পথে প্রাণ গেলো একজনের

মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় মো. টুটুল মিয়া (১৫) নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছে। এ সময় মো. সুজন মিয়া (১৭) ও সুবল (১৬) নামে আরও দুজন আহত হয়।

Advertisement

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাজরাবাড়ি পৌরশহরের আদিয়ারপাড়া এলাকার গীতিকার নজরুল ইসলাম বাবু সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত টুটুল মাদারগঞ্জ উপজেলার ধলিরবন্ধ মহিষবাথান এলাকার আবুল হাসেমের ছেলে এবং সে জামালপুর বিসিক শিল্প নগরীতে রাজমিস্ত্রির কাজ করতো।

আহত সুজন মিয়া ওই এলাকার হাবিবুর রহমান কবিরের ছেলে এবং সুবল একই এলাকার আব্দুল মজিদের ছেলে।

জানা যায়, সন্ধ্যার দিকে তিন বন্ধু মিলে মোটরসাইকেলে ঘুরতে বের হয়। এক পর্যায়ে আদিয়ারপাড়া এলাকার গীতিকার নজরুল ইসলাম বাবু সেতু এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনজন আরোহী আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় টুটুলের মৃত্যু হয়। সুজনের অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

Advertisement

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন দুর্ঘটনায় নিহতের সত্যতা জগো নিউজকে নিশ্চিত করেছেন।

মো. নাসিম উদ্দিন/এসজে/জেআইএম