দেশজুড়ে

স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে যুবকের ৯ মাসের জেল

কিশোরগঞ্জের কটিয়াদীতে স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে বশির উদ্দিন (২০) নামে এক যুবককে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা খানজাদা শাহরিয়ার বিন মান্নান এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত বশির উদ্দিন লোহাজুরী ইউনিয়নের ঝিড়ারপাড় গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

আরও পড়ুন: স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে যুবককে হাত-পা বেঁধে নির্যাতন

জানা গেছে, উপজেলার ঝিড়ারপাড় গ্রামের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল বশির উদ্দিন। এ বিষয়ে ছাত্রীর মা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ নিয়ে আসেন। এরপর মঙ্গলবার উভয়পক্ষকে ইউএনও কার্যালয়ে এনে প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই ও সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক বখাটে বশির উদ্দিনকে ৯ মাসের কারাদণ্ড দেন।

Advertisement

কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খানজাদা শাহরিয়ার বিন মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তথ্য যাচাই-বাছাই ও সাক্ষ্য গ্রহণে অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বশির উদ্দিনকে ৯ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এসকে রাসেল/জেএস/জেআইএম