বরগুনায় মাদকাসক্ত স্বামীকে তালাক দেওয়ায় সাবেক স্ত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন মেয়ের বাবা।
Advertisement
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ মো. মশিউর রহমান খান মামলাটি আমলে নেন। বরগুনা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সাত দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন আদালত।
অভিযুক্ত হলেন বরগুনার তালতলী উপজেলার হেলেঞ্চা বাড়িয়া গ্রামের মো. সজল হাওলাদারের ছেলে নোমান হাওলাদার রাকিব।
মামলার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ওই ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মোস্তাফিজুর রহমান বাবুল।
Advertisement
জানা যায়, বিয়ের পর রাকিব মাদকাসক্ত হন। স্ত্রী অতিষ্ঠ হয়ে ২০১৬ সালের ১ এপ্রিল রাকিবকে তালাক দেন। ৭ আগস্ট সকাল ৭টার দিকে মেয়ের বাবা-মা পানের বরজে কাজ করতে যান। এ সুযোগে রাকিব তার কয়েকজন বন্ধু নিয়ে সাবেক স্ত্রীকে ঘর থেকে অপহরণ করে নিয়ে পালিয়ে যান।
অপহৃত নারীর বাবা বলেন, আমার মা ও মেয়ে ঘরে সকালের খাবার খাচ্ছিল। এ সময় রাকিব দলবল নিয়ে আমার মেয়েকে ভয় দেখিয়ে অপহরণ করে নিয়ে যায়। আমরা মেয়েকে বিভিন্ন স্থানে খুঁজে পাইনি। দেড় মাস মেয়ের কোনো খোঁজ পাচ্ছি না। আমার মেয়ে জীবিত কি না তাও জানি না।
অভিযুক্ত নোমান হাওলাদার রাকিবের মোবাইল নম্বরে কল দিলে বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে বরগুনা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ জাগো নিউজকে বলেন, আদালত থেকে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো মামলার নথি আসেনি। এ বিষয়ে আমি জানি না। আদালত থেকে আমাকে জানালে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
Advertisement
এসজে/এমএস