পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য বিনিয়োগ আনতে বিদেশ সফরে গেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুবাই হয়ে স্পেনের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী।
Advertisement
জানা গেছে, কলকাতা হয়ে প্রথমে দুবাই যাবেন তিনি। সেখানে বাণিজ্য সম্মেলনে অংশ নেবেন। এছাড়াও দুবাইয়ে প্রবাসীদের সঙ্গে বৈঠক করবেন মমতা। তারপর সেখান থেকে তিনি সোজা স্পেনের উদ্দেশ্যে রওনা দেবেন।
আরও পড়ুন>বিচারক হলেন ফুটপাতে খাবার বিক্রেতার ছেলে
১১ দিনের এই সফরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সঙ্গে রয়েছে রাজ্যের শিল্পপতিদের একটি প্রতিনিধি দল। কলকাতার ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মোহামেডান স্পোর্টিংয় ক্লাবের এক একজন করে প্রতিনিধিও রয়েছে। স্পেনে মমতার সফরসঙ্গী থাকছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলী।
Advertisement
মঙ্গলবার সকালে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশ্য রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এদিন বিমানবন্দরে মমতার সঙ্গে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র তথা নগর উন্নয়নমন্ত্রী ফিরাদ হাকিম ও মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।
বিমানবন্দরে মমতা ব্যানার্জী সাংবাদিকদের জানান, আমরা পাঁচ বছর পর যাচ্ছি। স্পেন আমাদের কলকাতার বইমেলায় এসেছিল। কলকাতা আন্তর্জাতিক বইমেলায় তারা থিম দেশ ছিল। ওখানে নির্মাণ শিল্পসহ ভালো ভালো কিছু শিল্প রয়েছে। আমাদের এখানে বিজনেস সম্মেলন আছে। তারা বারবার আমাদের এখানে এসেছে, আমরা যাই না। এখন তাদের আমন্ত্রণে আমরা যাচ্ছি, দেখা যাক কি হয়।
আরও পড়ুন>ভারতে নিপা ভাইরাসে ২ জনের মৃত্যু, ছড়িয়ে পড়ছে আতঙ্ক
বিদেশ সফর থেকে কি কোনো চমক আসতে চলেছে, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মমতা ব্যানার্জী বলেন, চমক তো পরে, প্রদীপ জ্বালানোর আগে প্রদীপে তেল ভরতে হয়। সেই জন্য যাচ্ছি।
Advertisement
১১ দিনের বিদেশ সফর সেরে মুখ্যমন্ত্রী মমতা ফিরবেন ২৩ সেপ্টেম্বর। দুবাই হয়ে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী।
ডিডি/এমএসএম