৬০ বিঘার বেশি কৃষিজমির মালিক হওয়া যাবে না এমন বিধান রেখে ১৯৮৪ সালের ল্যান্ড রিফর্মস অর্ডিন্যান্স রহিত করে ভূমি সংস্কার বিল-২০২৩ সংসদে পাস হয়েছে।
Advertisement
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর সভাপতিত্বে সংসদ অধিবেশনে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে গৃহীত হয়।
আরও পড়ুন: ব্যক্তি নামে ৬০ বিঘার বেশি জমি থাকলে নিয়ে নেবে সরকার
পাস হওয়া বিলে বলা হয়, ৬০ বিঘার বেশি কৃষি ভূমির মালিক বা তার পরিবার হস্তান্তর, উত্তরাধিকার, দান বা অন্যকোনো উপায়ে নতুন কোনো কৃষি ভূমি অর্জন করতে পারবে না।
Advertisement
আরও পড়ুন: ৬০ বিঘার বেশি জমির মালিক হওয়া যাবে না, আইন চূড়ান্ত অনুমোদন
তবে সমবায় সমিতির মাধ্যমে চা, কফি ও রাবার বাগান, শিল্পপ্রতিষ্ঠান বা কারখানায় উৎপাদন কার্যক্রম, রফতানমুখী শিল্পপ্রতিষ্ঠার ক্ষেত্রে আইনটি শিথিল থাকবে।
আরও পড়ুন: ৬০ বিঘার বেশি জমি থাকলেই বাজেয়াপ্ত!
এই আইনে বাস্তুভিটার অধিকার, বর্গাচুক্তি ও উৎপন্ন ফসলের ন্যায্য ভাগের কথাও বলা হয়েছে।
Advertisement
আইএইচআর/এমআরএম/এমএস