দেশের অধিকাংশ মানুষ মার্কিন ভিসা নিয়ে খুব একটা চিন্তিত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
Advertisement
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
আরও পড়ুন>> গোপনে ইরানকে বড় ছাড় দেওয়ার প্রক্রিয়া সারলো যুক্তরাষ্ট্র
মার্কিন নতুন ভিসানীতি ঘোষণা হওয়ার পর থেকে অনেক শিক্ষার্থীর যুক্তরাষ্ট্রে স্কলারশিপ থাকা সত্ত্বেও তাদের ভিসা বাতিল হচ্ছে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেটা যুক্তরাষ্ট্রের সরকারকে জিজ্ঞেস করুন। এটা আমাদের বিষয় না।’
Advertisement
তিনি বলেন, তারা কী নিয়ম-নীতি করে এটা তাদের মাথাব্যথা, আমার না। ওইটা যুক্তরাষ্ট্র সরকারকেই জিজ্ঞেস করেন।
আরও পড়ুন>> মার্কিন নেতৃত্বের সঙ্গে সাম্প্রতিক আলোচনা খুবই উৎসাহজনক
মন্ত্রী বলেন, আমাদের অধিকাংশ লোকজন এসব ভিসা নিয়ে খুব চিন্তিত নয়। কিছু মানুষভাবে কোন দেশে যাবে না যাবে। আমি যেটা করতে চাই আমাকে ভিসা দেবে ডেকে নিয়ে। আমি নিজেকে যথেষ্ট করে গড়ে তোলার আগে এটা প্রত্যাশা করতে পারি না। তারা কি করলো না করলো সেটা আমাদের বিষয় না।
আইএইচআর/এমএএইচ/এমএস
Advertisement