একুশে বইমেলা

পাওয়া যাচ্ছে ইকবাল খন্দকারের ‘অশরীরী রুমমেট’

সম্প্রতি প্রকাশিত হয়েছে কথাসাহিত্যিক ও উপস্থাপক ইকবাল খন্দকারের ভৌতিক উপন্যাস ‘অশরীরী রুমমেট’। বইটি প্রকাশ করেছে আলোঘর প্রকাশনা।

Advertisement

বইটির প্রচ্ছদ করেছেন সোহানুর রহমান অনন্ত। মূল্য রাখা হয়েছে ২৩০ টাকা। এখন পর্যন্ত ইকবাল খন্দকারের প্রকাশিত বইয়ের সংখ্যা ১১৭টি। বইগুলো বিভিন্ন বয়সের পাঠকের জন্য বিভিন্ন বিষয়বস্তুকে কেন্দ্র করে লেখা।

আরও পড়ুন: পাওয়া যাচ্ছে কিশোর জীবনী ‘হাজী মহম্মদ মহসিন’

বইটি সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, ‘আমার বইয়ের প্রধান এবং উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, নাম থেকে শুরু করে গল্প, এমনকি প্রতিটি লাইন পর্যন্ত মৌলিক। আমি কখনোই অনুকরণ, অনুসরণ কিংবা ছায়া অবলম্বনে লিখিনি, লিখি না। তাই বরাবরের মতো এই বইয়েও পাঠক শতভাগ মৌলিকত্বের ছাপ পাবেন।’

Advertisement

নরসিংদীর বেলাবো উপজেলার ভাবলা গ্রামে জন্ম নেওয়া ইকবাল খন্দকার পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। লেখালেখির পাশাপাশি তিনি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে অনুষ্ঠান উপস্থাপনা করে থাকেন।

এসইউ/এএসএম