একজন সংগীতশিল্পীর কাছ থেকে বিশেষ দিনে গানই হতে পারে সেরা উপহার। তাইতো দেশের শ্রোতানন্দিত শিল্পী কনকচাঁপা তার এবারের জন্মদিনে সেই শ্রেষ্ঠ উপহারটি দিতে ভুল করেননি।
Advertisement
দেশের তুমুল জনপ্রিয় শিল্পী কনকচাঁপা এবারের জন্মদিনে তার অসংখ্য ভক্ত-অনুরাগীদের নতুন একটি গান উপহার দিয়েছেন। তার ভক্তরাও গানটি লুফে নিয়েছেন। গানটি তার ফেসবুক পেজেও প্রকাশ করেছেন কনকচাঁপা।
আরও পড়ুন: আমি কণ্ঠশ্রমিক পরিচয় দেই ভালোবেসে: কনকচাঁপা
কনকচাঁপার কণ্ঠের এ গানটির শিরোনাম, ‘যেখানে তোমার পৃথিবী মুখর’। দেশের বরেণ্য গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান গানটি লিখেছেন। এর সুর ও সংগীতায়োজন করেছেন কনকচাঁপার জীবনসঙ্গী সুরকার ও সংগীত পরিচালক মইনুল ইসলাম খান। গানটির অল্প কিছু অংশের ভিডিও কনকচাঁপা তার ফেসবুকে প্রকাশ করেছেন।
Advertisement
কণ্ঠশিল্পী কনকচাঁপা শুধু গান গেয়েই তৃপ্তি পান না। তিনি গানের পাশাপাশি অসহায় ও বিপন্ন মানুষের জন্য কাজ করেন। দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় তিনি আক্রান্ত মানুষের পাশে দাঁড়ান। তাকে এজন্য অনেকেই একজন মানবিক শিল্পী বলে থাকেন।
আরও পড়ুন: যে কারণে শাবনূরকে ‘মহানায়িকা’ বলেছেন কনকচাঁপা
কনকচাঁপা এত বড় মাপের একজন শিল্পী হয়েও তিনি নিজেকে সাধারণ মানুষের কাতারের একজন ভাবেন। তাইতো তিনি নিজেকে কণ্ঠশ্রমিক হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করেন। তিনি সব সময় নিজেকে একজন ‘কণ্ঠশ্রমিক’ বলে পরিচয় দেন। কনকচাঁপা সব ধরনের গান কণ্ঠে তুলে নিতে পারদর্শী। তবে চলচ্চিত্রের গান গেয়ে তিনি এদেশের অন্যতম প্লেব্যাক শিল্পী হিসেবে খ্যাতি লাভ করেছেন। শুধু তা-ই নয়, কনকচাঁপা দেশের নারী প্লেব্যাক কণ্ঠশিল্পীদের মধ্যেও সেরাদের একজন।
আরও পড়ুন: আমরা দুই দেহ এক প্রাণ: অস্ট্রেলিয়ায় শাবনূরকে পেয়ে কনকচাঁপা
Advertisement
তুমুল জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপার জন্মদিন আজ (১১ সেপ্টেম্বর)। জন্মদিনে প্রথম প্রহর থেকেই তিনি তার ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন। অনেকে মিডিয়াকর্মী এবং তার সহকর্মীরাও তাকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।
কনকচাঁপার কণ্ঠের গানগুলো শ্রোতাপ্রিয়তাই লাভ করেনি। অসংখ্য গাওয়া অনেক গান কালজীয় হয়েছে। এসব গানের মধ্যে রয়েছে, ‘তুমি মোর জীবনের ভাবনা’, ‘ছোট্ট একটা জীবন নিয়ে’, ‘যে প্রেম স্বর্গ থেকে এসে’, ‘তুমি আমার এমনই একজন’, ‘অনেক সাধনার পরে আমি’, ‘অনন্ত প্রেম তুমি দাও আমাকে’, ‘তোমাকে চাই শুধু তোমাকে চাই’, ‘ভালো আছি ভালো থেকো’, ‘তোমায় দেখলে মনে হয়’, ‘এমন একটা দিন নাই’, ‘প্রেম হইলো রে বাবুই পাখির বাসা’ ‘আমি মেলা থেকে তালপাতার এক বাঁশি কিনে এনেছি’ইত্যাদি।
চলচ্চিত্রের গানে অসামান্য অবদান রাখার জন্য কনকচাঁপা তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। এছাড়া তিনি দেশে-বিদেশে অসংখ্য পুরস্কার ও সম্মানায় ভূষিত হয়েছেন।
এমএমএফ/এমএস