খেলাধুলা

বোলিং নয় ফিল্ডিংই ভাবাচ্ছে সাকিবকে

অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় সংগ্রহ না পেলেও, ১৫৬ রানের বেশ চ্যালেঞ্জিং স্কোরই দাঁড় করাতে পেরেছিল বাংলাদেশ। বল করতে গিয়ে শুরুটা ঠিক না থাকলেও, শেষ দিকে দারুণ বোলিং করেছিলেন মাশরাফিরা; কিন্তু বেশ কিছু মিস ফিল্ডিং এবং সহজ ক্যাচ ছেড়ে দেয়ার কারণে হার মানতে বাধ্য হয় টাইগাররা। এ কারণে ভারতের বিপক্ষে ম্যাচে নামার আগে বাজে ফিল্ডিংই ভাবাচ্ছে দলের সেরা তারকা ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।মঙ্গলবার ব্যাঙ্গালুরুতে এক সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে ফিল্ডিং অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা সবগুলো ক্যাচ ধরতে চাই, ফিল্ডিংয়ে রান আটকাতে চাই। আমরা গতকাল (সোমবার) ফিল্ডিং ঠিকমতো করতে পারিনি। এটা হতাশাজনক। দলে অসাধারণ কিছু ফিল্ডার রয়েছে। আশা করছি সোমবার যে সব ভুলগুলো হয়েছে, সেগুলো সামনের ম্যাচে না করতে। আমাদের দল শেষ কয়েক ম্যাচেই বেশ ভালো ফিল্ডিং করে আসছে। একটি-দুটি ম্যাচে খারাপ ফিল্ডিং হতেই পারে, ভালো ফিল্ডারও একটি ক্যাচ মিস করতে পারে।’সাকিবের মতে অসিদের বিপক্ষে আরও ২০-৩০ রান বেশি করতে পারলে ফলাফল ভিন্ন রকম হতে পারতো। অথবা ফিল্ডিংটা আরকেটু ভালো করতে পারলেও কিছু সম্ভবনা ছিল বলে মনে করেন তিনি। তবে এ নিয়ে ভাবছেন না তিনি। ভারতের বিপক্ষে এ সব ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে ভালো খেলার প্রত্যয় জানান সাকিব। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা বোলিংয়ে খুব একটা ভুল করেছি বলে মনে হচ্ছে না। হয়তো ছোট ছোট কিছু ভুল থাকতে পারে। আমরা যদি এগুলো ঠিক করতে পারি তাহলে ভালো একটি দল হয়ে মাঠে নামতে পারবো। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৭০-১৮০ রান হলে খেলাটা ভিন্ন রকম হতে পারতো। আমার কাছে মনে হয়, সবমিলিয়ে আমাদের বোলিংটা ভালোই ছিল। ফিল্ডিংয়ে আমরা যে মানের, সেই মানটা ধরে রাখতে পারিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে। তবে আমার কাছে মনে হয় না, এটা নিয়ে চিন্তার কিছু আছে।’উল্লেখ্য, বুধবার ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ। সেমির শেষ আশা বাঁচিয়ে রাখতে এ ম্যাচে জিততেই হবে টাইগারদের।আরটি/আইএইচএস/আরআইপি

Advertisement