বিনোদন

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন আফজাল হোসেন

একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন । কিছুদিন আগেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে চিকিৎসকের পরামর্শে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বরেণ্য এই অভিনেতা এখন শঙ্কামুক্ত। তার শারীরিক অবস্থার বেশ উন্নতি ঘটেছে। গতকাল রোববার (১০ সেপ্টেম্বর) হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তিনি।

Advertisement

অভিনেতার পারিবারিক সূত্রে জানা গেছে, আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন, সে কারণে চিকিৎসকের পরামর্শে তিনি বাসায় ফিরেছেন।’

আরও পড়ুন: সিসিইউ থেকে কেবিনে অভিনেতা আফজাল হোসেন

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আফজাল হোসেন নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। ৪ সেপ্টেম্বর রাতে শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে দ্রুত তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাতে হার্ট অ্যাটাক হয়েছিল তার। ওই হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি।

Advertisement

আরও পড়ুন: হাসপাতালে অভিনেতা আফজাল হোসেন

গত মঙ্গলবার থেকে শিহাব শাহীনের পরিচালনায় ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ সিনেমার শুটিং করার কথা ছিল আফজাল হোসেনের। তার অসুস্থতায় এ শুটিং বাতিল হয়েছে। টেলিভিশন ও চলচ্চিত্রে বেশ জনপ্রিয় হলেও আফজাল হোসেনের অভিনয় জীবনের শুরু মঞ্চে। চারুকলায় পড়ার সময় ঢাকা থিয়েটারের মাধ্যমে মঞ্চে কাজ শুরু করেন তিনি।

এমআই/এমএমএফ/এএসএম

Advertisement