নীলগিরিতে আফ্রোদিতি
Advertisement
শরৎমেঘ, পাখির ঝাপট স্নিগ্ধমেঘে নীলোৎপলওপারে মিজোরামমেঘের মধ্যে সরলরেখায় আমার হাতে তোমার হাতধূসর পাহাড়ের স্রোতে শুভ্রমেঘআফ্রোদিতি! আফ্রোদিতি!সাদা সাদা মেঘে বহুমাত্রিক খণ্ডস্তরে-স্তরে শুভ্রগিরি—যেন অযুত তাজমহল।
শ্রাবণপ্লাবন ওঠে এই হৃদয়ে তোমাকে যে বাসি ভালো, তা-কি তুমি জানো?স্বপ্ন জানে, এই নীলগিরিও জানে।মিথ্যার ঘরে বসতি তোমার?বেখেয়ালি-হাত না সচেতন-শব্দশ্রেণি কে বেশি বিশ্বস্ত?
****
Advertisement
হিজল ফুলের মতো আফ্রোদিতি
হিজল ফুলের মতো চোখে ভাসছেরোদ ঝিলমিল আফ্রোদিতি।
আশ্বিনমোড়া নীল আঙিনায় ধবধবে মেঘসূর্যালোকে চাঁদ নেমে আসেস্নিগ্ধ শ্যামল মেয়ে মুগ্ধ করলে।
মুক্তার ঝরনার মতো তোমার ওষ্ঠাধরেমুখর উৎসাহ একবিন্দুতে মিলে যায়।রজনীগন্ধা দাওনি, দিয়েছিলে শুভ্রমেঘ— নীলাকাশে শুভ্রমেঘ যে আমি কত্ত ভালোবাসি! লাজুক মেয়ে, নীলক্ষেতের মোড়েবিদায়ক্ষণে চোখে চোখ রেখেছিলেবিপি বাড়িয়েছিল হৃৎকমলে ভোর অবধি।
Advertisement
এই চোখ না ওই মুখ—কে বেশি বিশ্বাসী? বলো নন্দিনী।
****
ওয়াই জংশন
ঝাঁকড়া সৌন্দর্যের পাথুরে পথওয়াই জংশন কিংবা বহুমুখী দিকবিভ্রান্ত করছে আমাদেরটেনে নিতে চায় বিভিন্ন সৌন্দর্যসাগর যেমন নদীকে টেনে নিয়ে যায় তার কাছে।
ওয়াই জংশনে বিভ্রান্ত হচ্ছি, কোনদিকে যাব?থানচির দিকে? নাকি রুমার দিকে?দুদিকেই পাহাড়, সবুজ, বহুমুখী সংস্কৃতিসাঙ্গুও রয়েছে, ধুসরমেঘ, সাদামেঘ, শরতের নীল আকাশ...কিন্তু বান্দরবানে ঠিক করেছিলাম নীলগিরি যাব! আসলে আমরা তো সৌন্দর্যের প্রেমিকসৌন্দর্যই আসল পূজারি।
এসইউ/জিকেএস