জাতীয়

সরকারি চাকরিজীবীদের জন্য নারায়ণগঞ্জে ফ্ল্যাট

রাজধানীর যাত্রাবাড়ি থেকে ৫ কিলোমিটার দূরে নারায়ণগঞ্জের আলীগঞ্জে সরকারি চাকরিজীবীদের জন্য ৮টি ১৫ তলা ভবনে ৬৭২টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ করবে সরকার। এসব ফ্ল্যাটি বসবাসকারী সরকারি চাকরিজীবীরা অতি অল্প সময়েই ঢাকায় নিয়মিত অফিস করতে পারবেন।মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্ত্বে সভায় প্রকল্পগুলো অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এসব তথ্য জানান।পরিকল্পনা মন্ত্রী বলেন, সরকারি চাকরিজীবীদের আবাসিক সমস্যা প্রকট। এই সমস্যা সমাধানে রাজধানী ঢাকার অদূরেই সরকারি চাকরিজীবীদের জন্য ফ্ল্যাট তৈরি উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য ৩৯৮ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘নারায়ণগঞ্জের আলীগঞ্জে সরকারি চাকরিজীবীদের জন্য ৮টি ১৫ তলা ভবনে ৬৭২টি ‘আবাসিক ফ্ল্যাট নির্মাণ’ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। গণপূর্ত অধিদফতর জানুয়ারি ২০১৬ থেকে জুন ২০১৯ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক, সামাজিকসহ বিভিন্ন সমস্যার সমাধান হবে। পাশাপাশি তাদের কর্মদক্ষতা আরো বৃদ্ধি পাবে বলে জানান তিনি।মন্ত্রী আরো বলেন, আজকের সভায় মোট ৬টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। এতে মোট ব্যয় হবে ১ হাজার ২১৯ কোটি ২৬ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৮৯৪ কোটি ৯২ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন ৮৪ কোটি ১৯ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ২৪০ কোটি ১৫ লাখ টাকা।আ হ ম মুস্তফা কামাল বলেন, আজকের একনেক সভায় অন্য অনুমোদিত প্রকল্প হলো- ৩২৪ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে ‘উত্তরাঞ্চলের দারিদ্র্য বিমোচন উদ্যোগ’ (প্রথম সংশোধিত) প্রকল্প।‘রাজশাহী বিসিক শিল্প নগরী সম্প্রসারণ’ প্রকল্পটিতে ব্যয় হবে ১২৮ কোটি ৮১ লাখ টাকা। ৫৪ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে ‘জলাভূমি লিকা ও স্থায়ীত্বশীল জলাভূমি ব্যবস্থাপনার ফ্রেমওয়ার্ক উন্নয়নসহ হাওয়ার ও নদীর ইকোসিস্টেমের আন্ত:সম্পর্ক বিষয়ক সমীক্ষা’ প্রকল্প। ‘বৃহত্তর যশোর জেলার মৱস্য উন্নয়ন’ প্রকল্পে ব্যয় হবে ৩৪ কোটি ১২ লাখ টাকা। এছাড়া ২৭৯ কোটি ৪২ লাখ টাকা বয়ে ‘মেঘনা নদীর ভাঙন হতে ভোলা জেলার সদর উপজেলাধীন রাজাপুর ও পূর্ব ইলিশা ইউনিয়ন রক্ষার্থে তীর সংরক্ষণ’ প্রকল্প।এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব তারিক উল ইসলাম, সাধারণ অর্থনীতি বিভাগের সিনিয়র সচিব ড. শামসুল আলম।এসআই/এসকেডি/আরআইপি

Advertisement