খেলাধুলা

সেমির আশা ছাড়ছেন না সাকিব

বাছাই পর্বে দুর্দান্ত খেললেও মূল পর্বে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ফলে কার্যত শেষ হয়ে গেছে বাংলাদেশের সেমিফাইনাল খেলার আশা। যদিও কাগজে-কলমে এখনও টাইগারদের সেমিতে খেলার সম্ভবনা দেখছেন কেউ কেউ। সে ক্ষেত্রে শেষ দুই ম্যাচ বড় ব্যাবধানে জিততে হবে বাংলাদেশকে। তেমন আশাই করছেন বাংলাদেশ দলের সেরা তারকা সাকিব আল হাসান।বুধবার ব্যাঙ্গালুরুতে এক সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘গানিতিক হিসাবে আমাদের এখনও সেমিফাইনালে খেলা সম্ভব। আমি আশাবাদীও, শেষ চারে খেলব। আমাদের সেই সামর্থ্য আছে।’এখন পর্যন্ত এই গ্রুপে দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। আর দুই ম্যাচে করে খেলে ভারত, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের পয়েন্ট ২ করে। শেষ দুই ম্যাচে বড় জয় পেলে বাংলাদেশের পয়েন্ট হবে ৪। আর নিউজিল্যান্ড শেষ দুই ম্যাচে হারলে এবং অন্যদল গুলো ১টি করে জয় পেলে রয়ে যাবে বাংলাদেশের সেমিফাইনাল খেলার সম্ভাবনা। সেক্ষেত্রে রান রেট বিবেচনায় সেমির টিকেট পাবে শীর্ষ দুটি দল।সমীকরণটা তাই বেশ কঠিন। এটা খুব ভালো করে জানেন সাকিবও। তাই ভারতের ম্যাচের কথাই ভাবছেন তিনি। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমরা সবাই জানি এখন বাস্তবতা কি। তবে এখান থেকে সেমিফাইনালে যাওয়া খুবই কঠিন। এর থেকে বড় কথা হচ্ছে, আমরা কালকের ম্যাচ নিয়েই শুধু চিন্তা করছি এই মুহূর্তে। এরপরই আমাদের পরবর্তী ম্যাচ নিয়ে চিন্তা করবো।’উল্লেখ্য, বুধবার ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ।আরটি/আইএইচএস/আরআইপি

Advertisement