খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, রামপাল পাওয়ার প্ল্যান্টের বিদ্যুৎ ভারতে যাবে না, এদেশেই থাকবে। উন্নয়ন বিরোধীরাই এ নিয়ে নানা কথা বলে বিভ্রান্তি ছড়াতে পারেন, তাতে কেউ কান দেবেন না।
Advertisement
বাগেরহাটের রামপাল উপজেলার হুড়কা ইউনিয়নের কাঠামারী এলাকায় আয়রন রিমোভাল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট উইথ পাইপ লাইন ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেমের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেডের (বিআইএফপিসিএল) কমিউনিটি ডেভেলপমেন্টের অংশ হিসেবে রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে এ সুপেয় পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন করেন খুলনা মেয়র। এসময় তিনি একথা বলেন।
কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র প্রসঙ্গে আরও বলেন, এটি এ এলাকার মানুষের জন্য আর্শীবাদ। এ কেন্দ্রটির পক্ষ থেকে স্থানীয় সামাজিক উন্নয়নে নানা কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে। সুপেয় পানি সরবরাহের যে প্রকল্পের উদ্বোধন করা হয়েছে তার সুফলভোগ করছেন প্রায় পাঁচ হাজার পরিবার। এখানকার দরিদ্র মানুষের কর্মসংস্থান, বেকারত্ব রোধে প্রশিক্ষণ, শিক্ষাসামগ্রী বিতরণ, গাছ ও শীতবস্ত্র বিতরণ, চিকিৎসাসহ জীবনমানের এবং সামাজিক উন্নয়নে নানা কর্মকাণ্ড পরিচালনা করছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রটি।
আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআইএফপিসিএলের প্রধান মহাব্যবস্থাপক শান্তনু কুমার মিশ্র, প্রকল্প পরিচালক অতনু দত্ত, মহাব্যবস্থাপক (মানবসম্পদ বিভাগ) মঙ্গলা হারিন্দ্রান, ব্যবস্থাপক (মানবসম্পদ বিভাগ) তারিকুল ইসলাম, রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আশরাফুল আলম ও হুড়কা ইউপি চেয়ারম্যান তপন কুমার গোলদার।
Advertisement
আবু হোসাইন সুমন/এসআর/এমএস