দেশজুড়ে

বাড়ির মালিককে পিটিয়ে ২২ ভরি সোনা ৪ লাখ টাকা লুট

ভোলায় জানালার গ্রিল কেটে বসতঘরে ডাকাতি হয়েছে। নূরে আলম শিপন (৪০) নামে ওই বাড়ির মালিককে পিটিয়ে ২২ ভরি সোনা ও ৪ লাখ টাকা লুটে নিয়েছে ডাকাতরা।

Advertisement

শনিবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাতে বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কেরামতগঞ্জ বাজার এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

আহত নূরে আলম শিপন জানান, রাতে তারা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। দিনগত রাত ২টার দিকে মুখে গামছা বাঁধা ৮-১০ জনের ডাকাত দল তার বসতঘরের জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে। তাকে পিটিয়ে ঘরে থাকা ২২ ভরি সোনা, নগদ ৪ লাখ ২০ হাজার টাকা, তিনটি স্মার্টফোন ও ঘরের মূল্যবান মালামাল নিয়ে যায়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিঞা জাগো নিউজকে বলেন, ডাকাতির ঘটনায় রোববার সকালে থানায় একটি মামলা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি। আর ডাকাতদের আটকের চেষ্টা চলছে।

Advertisement

জুয়েল সাহা বিকাশ/এসজে/এমএস